ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৮, ২০২০
০১:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০১:৩৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের গোপীনগর গ্রামে আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে ওই ইউনিয়নের ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ উঠান বৈঠকের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।

 

এসএ/আরআর-০৭