জগন্নাথপুরের মজিদপুর আখড়ায় ধর্মীয় উৎসব সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০১:১১ পূর্বাহ্ন



জগন্নাথপুরের মজিদপুর আখড়ায় ধর্মীয় উৎসব সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের গোপাল গোবিন্দ জিউর আখড়ার বার্ষিক ধর্মীয় উৎসব ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণে গোপাল গোবিন্দ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রসূন প্রতিম দেব'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়ন্ত গুপ্ত ও দপ্তর সম্পাদক রিংকু দে'র যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, শিক্ষক অনন্ত পাল, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা কবিন্দ্র রঞ্জন দে, মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য ও নৃসিংহদেব জিউর আখড়ার সাধারণ সম্পাদক নিখিল পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি গোপী বৈদ্য, সাংগঠনিক সম্পাদক লিপটু দে প্রমুখ।

 

এএ/আরআর-১০