দক্ষিণ সুনামগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে সাইবার বুলিং ও গুজববিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় থানা পুলিশের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে সাইবার বুলিং ও গুজববিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন। জয়কলস ইউনিয়নের বিট অফিসার মো. মনিরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন। 

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানার এসআই মো. আলাউদ্দিন, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, যুবলীগ নেতা রাজা মিয়া, ইউপি সদস্য আশারাফ আলী প্রমুখ। 

সভায় বক্তারা গ্রাম-গঞ্জের সর্বসাধারণকে সাইবার বুলিং ও গুজববিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত করেন এবং সামাজিকভাবে নিরাপত্তাবলয় সৃষ্টি করে সাইবার বুলিং ও গুজবকারীদের প্রতিহত করার আহ্বান জানান। 

 

এসটি/বিএন-০১/আরআর-০২