ধর্মপাশায় দু'টি নিষিদ্ধ ভিম জাল ধ্বংস

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৭:৩৭ অপরাহ্ন



ধর্মপাশায় দু'টি নিষিদ্ধ ভিম জাল ধ্বংস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর লঞ্চ ঘাট এলাকায় গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জব্দ করা নিষিদ্ধ দু'টি ভিম জাল।

এর আগে ওইদিন রাত পৌনে ৮টার দিকে উপজেলার হুলাসখালী ফসলরক্ষা বাঁধে অভিযান চালিয়ে ওই ভিম জাল দু'টি জব্দ করেন ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

জাল দু'টি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. ইমরান হোসেন, ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ প্রমুখ।

 

এসএ/আরআর-০৭