ধর্মপাশায় মাটি উত্তোলনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ৩০, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



ধর্মপাশায় মাটি উত্তোলনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের সামনে থাকা ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বেআইনিভাবে মাটি উত্তোলন করায় শাহাবুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার নওধার গ্রামে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সরোজমিনে ঘটনাস্থলে গিয়ে বেআইনিভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন বন্ধ করে দেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ ও মুচলেকা দিয়ে দণ্ড পাওয়া ব্যক্তি মুক্তি পেয়েছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার নওধার গ্রামের সামনের ফসলি জমিতে একটি ড্রেজার মেশিন বসিয়ে শাহাবুর রহমান সেখান থেকে মাটি উত্তোলন করে তা দিয়ে নিজের বাড়ির সামনের গর্ত ভরাট করে আসছিলেন।

 

এসএ/আরআর-১০