ধর্মপাশায় সুসেবা নেটওয়ার্কের কার্যকরী কমিটি গঠিত

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ৩০, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন



ধর্মপাশায় সুসেবা নেটওয়ার্কের কার্যকরী কমিটি গঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা কেয়ার জিএসকে'র সংগঠন সুসেবা নেটওয়ার্কের সাত সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুসেবা নেটওয়ার্কের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি বিলকিস বুলু।

সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদে গঠিত সুসেবা নেটওয়ার্কের ধর্মপাশা উপজেলার কার্যকরী কমিটির সভাপতি পদে মাছুমা বেগম, সহ-সভাপতি পদে সালমা আক্তার, সাধারণ সম্পাদক পদে হোসনা আক্তার, কোষাধ্যক্ষ পদে সাজিয়া আক্তার এবং সম্মানিত সদস্য পদে বিলকিস বুলু, সায়েরা খাতুন ও আঁখি আরা নির্বাচিত হয়েছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুসেবা নেটওয়ার্কের উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, কমিটির উপদেষ্টা সাংবাদিক সালেহ আহমদ, বেসরকারি সংস্থা কেয়ার জিএসকে'র উপজেলা ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন প্রমুখ।

 

এসএ/আরআর-১৩