জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২০
০৯:১৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
১১:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুনু মিয়ার বখাটে ছেলে ধর্ষণের দায়ে অভিযুক্ত মিরজু মিয়াকে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় স্থানীয় কুশিয়ারা নদীর পাড়স্থ বাসস্ট্যান্ড এলাকায় নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পরে স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, এলাকার আছাব উল্লাহ, আহমদ আলী, সেফুল মিয়া, মতিন মিয়া, জুয়েল মিয়া, সুবেল মিয়া, সেবু মিয়া, নুরুল আমিন, রায়হান তালুকদার, কাওছার আহমদ, আকলিছ মিয়া প্রমুখ।
এলাকাবাসী জানান, গত ২৪ অক্টোবর নোয়াগাঁও গ্রামের বখাটে ছেলে মিরজু মিয়া (৩৮) এক তরুণীকে (১৬) সড়ক থেকে তুলে নিয়ে তার বাড়িতে জোরপূর্বক আটকে রেখে রাতভর ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে গত ২৯ অক্টোবর সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ন্যাক্কারজনক ওই ঘটনার ১ মাস অতিবাহিত হলেও অভিযুক্ত মিরজু মিয়ার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তরুণীর মা বলেন, ‘গত ২৪ অক্টোবর সন্ধ্যায় আমার মেয়ে গ্রামের ভেতরের দোকান থেকে মালামাল ক্রয় করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বখাটে মিরজু আমার মেয়ের মুখে কাপড় বেঁধে তার বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি আমি জানার পর জগন্নাথপুর থানার পুলিশকে অবগত করলে পুলিশ তদন্তে নামে। পরে আমি আদালতে গিয়ে মামলা দায়ের করি।’
স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান জানান, অভিযুক্ত যুবক এলাকায় খারাপ চরিত্রের লোক হিসেবে পরিচিত। এর আগেও এসব অভিযোগে ১২ বছর জেল খেটেছেন তিনি।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মুছলেহ উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ১০ থেকে ১২ দিন পূর্বে আদালতের নির্দেশ পেয়ে তদন্তকাজ শুরু করেছি। আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন পাঠানোর শেষ দিন। তদন্ত শেষে আদালতের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠানো হবে।
এএ/বিএন-০৫/আরআর-০১