দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আজ সোমবার (৩০ নভেম্বর) বেলা ২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে নির্মাণাধীন প্রেসক্লাব ভবন পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, মুক্তিযোদ্ধা বিকাশ মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ, ভূমিদাতার ছেলে দোলন তালুকদার দাস, ক্লিন্টিন তালুকদার পাপ্পু, মাস্টার সমীরন তালুকদার দাস, সমাজসেবী সইদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনে দুর্যোগসহনীয় গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। সোমবার বেলা ৩টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী গ্রামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভূমিহীন পরিবারের মাঝে দুর্যোগসহনীয় গৃহনির্মাণ কর্মসূচি পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা প্রকল্প সহকারী সাইদুর রহমান, পিআইও অফিসের হরিপদ দাস, ইউপি সদস্য আবদাল মিয়া ও সৈদুন্নুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।
পরে বিকেল ৪টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহমনগাঁও গ্রামে নির্মাণাধীন গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় প্রকল্পের ২০টি নির্মাণাধীন ঘর ঘুরে দেখেন তিনি।
এসটি/আরআর-০৬