দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০১:১৬ পূর্বাহ্ন
৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য জামিউল ইসলাম তুরান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এসটি/আরআর-১২