দোয়ারাবাজার প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে সার্বজনীন শ্রীশ্ৰী দুর্গা মন্দির ও লোকনাথ মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজারের প্রাণকেন্দ্র আখড়া মার্কেটের পশ্চিম পাশে গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও রিংকু দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দীন আহমদ রানা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, এডভোকেট বিমান কান্তি রায়, বিমল বণিক, দোয়ারাবাজার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি গুরুদাস চন্দ্র দে, তমাল সরকার, খোকন রায়, সোনাধন চন্দ্র দে, অজিত চন্দ্র দাস, গৌরাঙ্গ লাল শিকদার, মলয় দেব প্রমুখ।
এছাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণের শুভ উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এইচএইচ/আরআর-১৫