সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২০
১০:০৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১১:৫২ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সুনামগঞ্জ জেলা কমিটি।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন প্রতিবাদকারীরা। কর্মসূচিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী, জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণের কেবল বিরোধীতাই করছে না, তারা সারাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষদেরও বিভ্রান্ত করছে। তাই সারাদেশে এই জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠীকে সাধারণ মানুষজন নিয়ে প্রতিহত করবেন মুক্তিযোদ্ধার সন্তানরা।’
বক্তারা সারাদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নির্মাণের দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবলু আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক, জহির আহমদ সোহেল প্রমুখ।
এসএস/বিএন-০৪/আরআর-০৪