ধর্মপাশায় কৃষি আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০৯:৫৬ অপরাহ্ন



ধর্মপাশায় কৃষি আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলার সেলবরষ, পাইকুরাটি, ধর্মপাশা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৩০ জন কিষাণ-কিষাণি এ প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

এসএ/আরআর-১৭