তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অ্যাম্বুলেন্স সার্ভিস

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ০২, ২০২০
০৪:১৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০২, ২০২০
০৬:৪১ অপরাহ্ন



তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অ্যাম্বুলেন্স সার্ভিস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার (২ ডিসেম্বর) থেকে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ পাল ভানু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, যুগ্ম-সম্পাদক জয় রায়, উপজেলা মৎস্যলীগের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক প্রমুখ। 

এ সময় আনুষ্ঠানিকভাবে চালকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়।

 

এএইচ/বিএন-০৪/আরআর-০২