জগন্নাথপুরের প্রথম পৌর চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরের প্রথম পৌর চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ হিরন মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর মিলনায়তনে হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় এ সময় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, মিন্টু ধর, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল তাহিদ, সাবেক কাউন্সিলর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, এম ফজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমেদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, গয়াছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সাবেক সভাপতি শিক্ষক আলমগীর হোসেন।

সভায় বক্তারা বলেন, হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন গণমানুষের নেতা। তিনি বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক চেতনা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কন্ঠস্বর ছিলেন। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মে। তাঁর স্মৃতি ধরে রাখতে হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়াম বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এর আগে স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এএ/আরআর-০৬