'আপত্তিকর বক্তব্য' : তাহিরপুর প্রেসক্লাবের নিন্দা

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন



'আপত্তিকর বক্তব্য' : তাহিরপুর প্রেসক্লাবের নিন্দা

সম্প্রতি সিলেটের দৈনিক একাত্তরের কথা পত্রিকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে মানববন্ধন ও ভিডিওবার্তায় একাত্তরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় নিন্দা জানিয়েছেন তাহিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ নিন্দা জানান।

বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি মানববন্ধনে ও ভিডিও সাক্ষাৎকারে ব্যক্তিগত আক্রমণ করে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করাসহ একাত্তরের কথার সম্পাদক ও প্রকাশককে জড়িয়ে অশ্লীল, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করা হয়, যা মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী বলে আমরা মনে করি।

ওই বক্তব্য পরিহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (সমকাল), সহ-সভপতি বাবরুল হাসান বাবলু (যায়যায়দিন), সাধারণ সম্পাদক আলম সাব্বির (ইত্তেফাক), যুগ্ম-সম্পাদক এম এ রাজ্জাক (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ (ভোরের কাগজ), সদস্য আবির হাসান-মানিক (দেশ) প্রমুখ।

 

এএইচ/আরআর-০৮