জগন্নাথপুরে প্রবাসীকে সংবর্ধনা ও সংগঠনের অভিষেক

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৩, ২০২০
১১:০০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন



জগন্নাথপুরে প্রবাসীকে সংবর্ধনা ও সংগঠনের অভিষেক

‘শিক্ষা, শান্তি ও সামাজিক উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে একঝাঁক তরুণের সমন্বয়ে এবং এলাকার যুক্তরাজ্য প্রবাসীর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ‘ঘোষগাঁও উত্তরপাড় ২০২০ স্টার’ নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে সংগঠনের উপদেষ্টা কমিটির তরুণ সমাজসেবক সাবেক ছাত্রনেতা সুহেল আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি উপজেলা যুবলীগের সহ-যুগ্ম সম্পাদক রমজান আলী ছানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাসেম। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিজন কুমার দেব, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা ছদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন।

‘ঘোষগাঁও উত্তরপাড় ২০২০ স্টার’ এর ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, সংগঠনের সদস্য পেয়ারুজ্জমান ফণি মিয়া ও সাদিকুর রহমান।

পরে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় ও হতদরিদ্র এক পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

 

এএ/বিএন-০৮/আরআর-০৫