জামালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৩, ২০২০
১১:০৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারের ব্যবসায়ী মানস রায় পরলোকগমন করেছেন। গতকাল বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন।
প্রয়াত মানস রায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সদস্য, সাচনা লোকনাথ সেবা সংঘের উপদেষ্টা, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সাংগঠনিক সম্পাদক, সাচনা বাজার কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাচনা বাজার ইউনিয়ন পূজা উদযাপন পষিদের সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী, সাচনা জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বণিক, সাচনা লোকনাথ সেবা সংঘের সভাপতি সজীব বণিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুনা সিন্ধু তালুকদার। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিআর/বিএন-০৯/আরআর-০৬