ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ০৪, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চানপুর গ্রামের সামনের সড়কে গতকাল বুধবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহন হন ওই গ্রামের মেহের জান (৭০) নামের এক বৃদ্ধা। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে পাশের জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মধ্যনগর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা মেহের জান বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ গ্রামের সামনের সড়কের একপাশে দাঁড়িয়েছিলেন। ওই ইউনিয়নের বংশীকুণ্ডা নতুন বাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মোটরসাইকেল ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে লোকজন আসার আগেই মোটরসাইকেলচালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ওইদিন বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় আহত নারীকে পাশের জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে  শারিরীক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে ওই বৃদ্ধা অচেতন হয়ে পড়েন। স্বজনরা রাত ৮টার দিকে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে বলেন, ওই বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে কলমাকান্দা থানার পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/আরআর-১০