সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৪, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলায় সরকার নিয়ন্ত্রিত একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের জন্য ৫৬ শতক অকৃষি জমি বিশেষ ব্যবস্থায় স্থায়ী বন্দোবস্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদর উপজেলার ষোলঘর মৌজার ১ নম্বর খতিয়ানের ৫৩ নম্বর দাগের ৫৬ শতক জমি সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুল স্থাপনের জন্য অকৃষি বন্দোবস্ত খাসজমি বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ এর ১০.০ অনুচ্ছেদের ব্যতিক্রম হিসেবে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের প্রস্তাবের বিশেষ অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-অধিশাখা ৩১.০০.০০০০.৪১.৪১.০৯৭.১৯.৬৬ নম্বর স্মারকে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। এ উপলক্ষে স্কুলের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতজ্ঞতা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের জমি বন্দোবস্তে সহযোগিতা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক ও দুর্নীতি দমন কমিশনের সচিব দিলোয়ার বখত। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদেরকেও কৃতজ্ঞতা জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, 'অকৃষি জমি বন্দোবস্ত কঠিন প্রক্রিয়ার একটি বিষয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার স্বার্থে এই মূল্যবান ভূমি স্কুলকে স্থায়ী বন্দোবস্ত দিয়েছেন। এ কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছি। শিগগির এখানে কোটি টাকা ব্যয়ে একটি ভবন হবে। যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই অসাধ্য কাজ সাধন হয়েছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।'
এসএস/আরআর-১৫