তাহিরপুরমুক্ত দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৪, ২০২০
১১:৩৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
১১:৩৬ অপরাহ্ন



তাহিরপুরমুক্ত দিবস পালিত

আজ ৪ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারবাহিনী সম্মুখযুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর উপজেলা ছেড়ে জামালগঞ্জ উপজেলা হয়ে সুনামগঞ্জ শহরের দিকে পালিয়ে যায়।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধাসন্তান ওয়াহিদ খসরু চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ।

 

এএইচ/আরআর-০১