জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২০
০১:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রথমে দলীয় কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে শহরে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, বকুল গোপ, জুবেদ খান, উপ-প্রচার সম্পাদক আব্দুল বারিক, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া প্রমুখ। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এএ/আরআর-০৬