জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের যুক্তরাজ্য প্রবাসী কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের আয়োজনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক আলী আসকর জাহিদের পরিচালনায় কলেজ মিলনায়তনে এক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
সভায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. আলী আকবর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কলেজ কমিটির সদস্য মনু মোহাম্মদ মতছির আলী, কয়ছর মিয়া, উপজেলা যুবলীগ নেতা আব্দুল জিলানী আবু, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিলাল আহমদ, পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মুহিবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া ও পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
পরে কলেজের একাদশ শ্রেণির ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এ সময় কলেজ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, আব্দুল তাহিদ, রিপন আহমদ, আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএ/আরআর-০৭