তাহিরপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিড়ি আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ও আজ শনিবার (৫ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানে এগুলো আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৮-এস এর নিকট তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং অপর আরেক অভিযানে আজ শনিবার ভোরে সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট রাজাই নামক স্থান থেকে ৩৫ হাজার ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) মো. মাকসুদুল আলম জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং নাসির বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ/আরআর-০৮