জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৫ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার পুলিশ মাদক মামলায় ৬ মাসের দণ্ডপ্রাপ্ত আসামি দুদু মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এএ/আরআর-১১