তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৬, ২০২০
০৫:১১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০৫:১১ অপরাহ্ন



তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে র‌্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি দল। 

আটক ভারতীয় নাগরিক ভারতের দক্ষিণ পশ্চিম খাসিহিলস্ জেলার রানীগড় থানার ঘোমাঘাট মফলং গ্রামের মৃত নরেন্দ্র মারাকের ছেলে এন্দ্রিও এন মারাক (২২)। 

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ রাসেলের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা রাজাই থেকে ৭৭০পিস ইয়াবাসহ তাকে আটক করে।

এসময় তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক তাহিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচএম/বিএ-০১