সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৬, ২০২০
১০:১৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম সুফিয়া বেগম (৫০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খামারখাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সবজি বোঝাই একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সুনামগঞ্জের দিকে আসছিল একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এ সময় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/বিএন-০৬/আরআর-০৪