বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ করেছেন উপজেলা যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দীন রিপন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক আবু শামা, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ইকবাল, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, যুবলীগ নেতা নাজমুল হাসান ধন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুষেন বর্মন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ।

 

এএইচ/আরআর-০৯