জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন



জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে চুরি ও মারামারির মামলাসহ পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (৬ ডিসেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের ইস্কান্দর আলীর ছেলে সিজিল মিয়া, ইসলামপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে চান্দু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে নাছির মিয়া ও পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত সাদত উল্লাহ'র ছেলে মামুর মিয়া। 

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে চুরির মামলার আসামি সিজিল মিয়া ও মারামারির মামলার আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত অপর দুই আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এএ/আরআর-১১