ওসমানীনগরে সরকারকে হাসপাতাল দিলেন এক প্রবাসী

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০২:০২ পূর্বাহ্ন



ওসমানীনগরে সরকারকে হাসপাতাল দিলেন এক প্রবাসী

সিলেটের ওসমানীনগরের প্রত্যন্ত এলাকা সাদিপুর ইউনিয়ন। ইউনিয়নের গরিব জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ২০০৪ সালে নূরপুর এলাকায় তানিম হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলেন স্থানীয় বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে প্রায় ২ কোটি টাকা খরচে গড়ে তোলা ১০ শয্যার হাসপাতালটি সম্প্রতি সরকারকে হস্তান্তর করেছেন তিনি। এছাড়া এলাকার বেকার জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনেরও উদ্যোগ নিয়েছেন এই সমাজসেবক।

আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো জানান হাসপাতালের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া।

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ওসমানীনগরে স্বাস্থ্যসেবার নাজুক অবস্থা দেখে ২০০৪ সালে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করে গরিব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শুরু হয়। পরবর্তীতে আরও প্রায় ১ কোটি টাকা ব্যয়ে অপারেশন থিয়েটার স্থাপনসহ এর আধুনিয়কায়ন করেন তিনি। বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তিনি তার হাসপাতালটি সরকারকে হস্তান্তর করেছেন। গত ৩ ডিসেম্বর থেকে হাসপাতালটির সাদিপুর ইউনিয়ন তানিম উপ-স্বাস্থ্যকেন্দ্র নামকরণ করা হয়েছে। নবপ্রতিষ্ঠিত ওসমানীনগর উপজেলায় সরকারি হাসপাতাল স্থাপনের আগ পর্যন্ত তানিম উপ-স্বাস্থ্যকেন্দ্রকে অস্থায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ব্যবহার করার দাবি জানান তিনি।

এছাড়া কারিগরি শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষির ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সাদিপুর ইউনিয়নের নূরপুরে একটি টেকনিকেল কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া। ইতোমধ্যে সে লক্ষ্যে জায়গা নির্ধারণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিগগির এর ভিত্তিপ্রস্তর স্থাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সমাজসেবী গৌছ মিয়া, শাহ নূরুর রহমান সানুর, আলাউর রহমান আলা, ফারুক মিয়া, লুৎফুর রহমান, আপ্তাব আলী, আব্দুল কাইয়ুম প্রমুখ।  

 

ইউডি/আরআর-১৩