‘গ্রাম আদালতের মাধ্যমে শান্তি শৃংখলা নিশ্চিত করা সম্ভব’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২০
০৭:৫৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৭:৫৯ পূর্বাহ্ন



‘গ্রাম আদালতের মাধ্যমে শান্তি শৃংখলা নিশ্চিত করা সম্ভব’

সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, ‘গ্রাম আদালত সক্রিয়করণের মাধ্যমে স্থানীয়ভাবে বিরোধ নিস্পত্তি ও গ্রাম পর্যায়ে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। কারণ স্থানীয় জনসাধারণের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। গ্রাম আদালতকে সক্রিয়করণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তাই স্বল্প খরচে ও স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার জন্য গ্রাম আদালতকে জোরালো ভূমিকা পালন করতে হবে। এতে করে নিম্ন আদালতে দীর্ঘ মামলার জটও কমিয়ে আনা সম্ভব হবে।’

রবিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজারের একটি অভিজাত হোটেলে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ৩ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা প্রশিক্ষণ পুলের সদস্য হিসেবে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন সিলেটের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল অ্যাইড কর্মকর্তা মো. মামুনুর রহমান ছিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিলেট জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।

উল্লেখ্য, কর্মশালায় বালাগঞ্জ, বিশ^নাথ ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৮জন কর্মচারী অংশগ্রহণ করেন।

আরসি-০৭