দিরাই প্রতিনিধি
ডিসেম্বর ০৭, ২০২০
০৮:০৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৮:০৬ অপরাহ্ন
বিজয়ের ৯ দিন আগেই বীর মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে পাকিস্তানী হানাদার বাহিনী পলায়ন করে, হানাদার মুক্ত হয় দিরাই।
আজ ৭ ডিসেম্বর, সোমবার দিরাই হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে ১১টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলা ঘরের আয়োজনে আলোচনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাফর ইকবাল, খেলাঘরের সহ সভাপতি ও সহকারি প্রধান শিক্ষক লাল বাঁশি দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক আবুহেনা,শিক্ষক স্বাধীন চৌধুরী, এস আই জহির, খেলাঘরের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ পদ সরকার, প্রচার সম্পাদক সদরুল ইসলাম, প্লাবন দাস পিকলু, আফাজ উদ্দিন,জুটন সুত্রধর, রবি নুর চৌধুরী, কৃষ্ণ সরকার প্রমুখ।
এএইচ/আরসি-১৪