জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৭, ২০২০
০৯:৪৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ৭ ডিসেম্বর) দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন. উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভির আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপিত লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য রাজু, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক এন আই রোকন প্রমুখ।
এ এ/ বি এন-৫