দোয়ারাবাজারে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ০৮, ২০২০
১০:৩০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন



দোয়ারাবাজারে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে রফিকুল ইসলাম ওরফে রুফু ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নানা অপরাধ-অপকর্মের সঙ্গে জড়িত রুফু ও তার সহযোগীরা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা মৌলারপাড় গ্রামে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীসহ এলাকার সর্বস্তরের মানুষ। 

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাবাজার-হকনগর সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নির্যাতিত  নিপীড়িত এলাকাবাসী খন্ড খন্ড মিছিল সহকারে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক ইউপি সদ্য মহব্বত আলী, সুরুজ ভুঁইয়া, সাদেক মাস্টার, মাতাব্বর আলী, আসাব উদ্দিন, আহাম্মদ আলী, সুরুজ মিয়া, সিদ্দিক আলী, মনির হোসেন, আল আমিন, তোতা মিয়া, আব্দুল করিম, ব্যবসায়ী আল আমিন, মানিক মিয়া, রমিজ উদ্দিন, আব্দুল্লাহ, জামিনা, হালিমা, রাশেদা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রফিকুল ইসলাম রুফু মৌলারপাড় গ্রামের চিহ্নিত খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ। রুফু ও তার সহযোগীদের নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে সীমান্ত এলাকার মানুষ। রুফু ও তার সহযোগীরা ২০০৯ সালে মৌলারপাড় গ্রামে আবিদা হত্যা, ২০১৫ সালে রুবেল হত্যা, ২০০৮ সালে মাওলানা ইউনুছের অঙ্গহানির মামলা, অতিসম্প্রতি মানিক মিয়া, তোতা মিয়া করিম ও আল আমিনের নিকট চাঁদা দাবি করাসহ একাধিক চাঁদাবাজি মামলা ও অসংখ্য মামলার আসামি। এছাড়াও রুফু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি জেলা পুলিশ সুপার বরাবরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করা হয়। কোনো প্রতিকার না হওয়ায় বর্তমানে রুফু আরও বেপরোয়া হয়ে উঠেছেন। নিরীহ মানুষজনকে প্রকাশ্যে প্রাণনাশসহ বাড়িঘর লুটপাট করার হুমকি দিচ্ছেন তিনি।

 

এইচএইচ/বিএন-০৮/আরআর-০৭