জগন্নাথপুরেএকজনের লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৯, ২০২০
০৯:২৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
১০:৪৫ অপরাহ্ন



জগন্নাথপুরেএকজনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুকান্ত গোপ (৪৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ পৌর এলাকার যাত্রাপাশা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা এলাকার মৃত ডা. সুধির গোপের ছেলে সুকান্ত গোপ গতকাল মঙ্গলবার গভীর রাতে পরিবারের লোকজনের অগোচরে গলায় গামছা পেঁচিয়ে বসতবাড়ির পেছনের একটি গাছের সঙ্গে আত্মহত্যা করে। আজ বুধবার ভোরে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত জানান, পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

 

এএ/বিএন-০৪/আরআর-০১