জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ০৯, ২০২০
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন



জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে ডাকাতি মামলাসহ পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে নাছির মিয়া (২৮) ও উপজেলার ইসহাসপুর এলাকার ইলাছ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৯)। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ জগন্নাথপুরের ইনাতগঞ্জ এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি নাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। অপরদিকে মারামারির একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি জুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নাছির মিয়া একজন ডাকাত। তাকেসহ অপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

 

এএ/বিএন-০৫/আরআর-০২