ধর্মপাশায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১০, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০১:৩৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা পাওয়া জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী বৈজয়ন্তী সরকার (স্বর্ণা), সফল জননী জ্যোস্না রানী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মীম আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মোছা. মাছুমা আক্তার। প্রত্যেক জয়িতাকে একটি করে ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

 

এসএ/আরআর-১১