দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২০
০৭:০৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
১১:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামে পাওনা টাকা আদায়ের জন্য বিদ্যালয়ের দপ্তরীকে নির্যাতনকারী শাহনুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহনুর মিয়া মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেনের নির্দেশনায় ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জায়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় জামালগঞ্জ থানাধীন লালবাজার এলাকা থেকে শাহনুর মিয়াকে আটক করা হ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) কাজী মোক্তাদির হোসেন ও সুনামগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোর্সের মাধ্যমে মামলার পরপরই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলার তদন্ত অব্যাহত আছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকাল ১১টায় শাহনুর মিয়া এক লাখ টাকা পাওনা আদায়ের জন্য একই গ্রামের বাসিন্দা এবং মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। ওই ঘটনায় মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তোফায়েল আহমদ মুক্তাখাই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
এসটি/বিএন-০১/আরআর-০১