সিলেটজুড়ে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১১, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০৬:১৬ পূর্বাহ্ন



সিলেটজুড়ে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা
ভেজাল দ্রব্যের বিরুদ্ধে কঠোর প্রশাসন

সিলেটজুড়ে চলছে ভেজাল বিরোধী অভিজান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের কারণে ফিজা অ্যান্ড কোম্পানিকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আলুর নির্ধারিত দাম থেকে বেশি রাখার দায়ে সুপারস্টোর ‘স্বপ্ন’ এর আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিভাগজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে আলমপুর গোটাটিকরস্থ ফিজার প্রধান কারখানায় অভিযান চালান র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান। অভিযান শেষে তিনি বলেন, ‘ফিজার মিষ্টি, বেকারি, বিস্কুটসহ কয়েকটি পৃথক ইউনিট আছে। আমরা প্রথমে মিষ্টি ইউনিটে অভিযান চালাই। অভিযান চলাকালে সেখানে দেখি ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া তৈরি করা মিষ্টি স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে রাখা হচ্ছে। একই সঙ্গে এখানে যেসকল কর্মী রয়েছে তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না।’

তিনি আরও বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের এমডি ও জেনারেল ম্যানেজারকে (অপারেশন) যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ এ ধনণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’ এর আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা গেছে, গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। তবে ‘স্বপ্ন’ এর আম্বরখানা শাখা ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করছিল। এ বিষয়ে এক ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুনাতিতে ক্রেতার অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ সিলেট মিররকে বলেন, ‘এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুনাতিতে ক্রেতার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বপ্ন আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) ও সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের পৃথক দুইটি দল মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি কামরুজ্জামান ও মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে এবং র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে হবিগঞ্জ জেলার সদর ও বাহুবল থানা এলাকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দ্রব্য রাখার অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া গত বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে একটি ভোজ্য তেল কোম্পানীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ‘সানরাইজ ফর্টিফাইড সয়াবিন ওয়েল’ নামের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় পরিশোধন ছাড়া তেল বোতলজাত করে বিপনন করছিল বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। তিনি বলেন,‘ সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় পরিশোধন ছাড়া তেল বোতলজাত করে বিপনন করার অপরাধে সানরাইজ ফর্টিফাইড সয়াবিন ওয়েলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এর আগে বিশ^নাথে ধানের তুষের সঙ্গে রঙ মিশিয়ে মশলা তৈরির অপরাধে রেড রোলস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন করার অপরাধে মুসলিম সুইটসকে ৬০ হাজার এবং পা দিয়ে মাড়িয়ে বিস্কুট তৈরির অপরাধে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় র‌্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।’

বিএ-০৫