ভূমিহীন ও গৃহহীন বাছাই : ধর্মপাশায় ৪টি গ্রাম পরিদর্শনে ইউএনও

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২০
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০৮:০৬ অপরাহ্ন



ভূমিহীন ও গৃহহীন বাছাই : ধর্মপাশায় ৪টি গ্রাম পরিদর্শনে ইউএনও

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের হরিপুর, জমশেরপুর, বৈঠাখালী ও সাইলানী এই ৪টি গ্রামের ৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরি করে উপকারভোগীদের যাচাই-বাছাই ও গৃহনির্মাণ কাজের জন্য গ্রামগুলো পরিদর্শন করা হয়েছে।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরেজমিনে গ্রামগুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আর্শাদ মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন সরকার, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ সরকার প্রমুখ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১২০টি গৃহনির্মাণ করা হবে।    

এসএ/আরআর-০৭