নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২০
০৫:৫৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০৫:৫৭ অপরাহ্ন
বাজারে নতুন আলু আসায় দামও কমেছে। কমেছে সবজির দামও। তাই কিছুটা স্বস্তিতে আছেন ভোক্তারা। তবে বেড়েছে তেলের দাম।
শুক্রবার সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পুরাতন আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। তবে এখনও কিছু ব্যবসায়ীকে ৪৫ থেকে ৪৮ টাকা কেজিতেও আলু বিক্রি করতে দেখা গেছে। নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়।
সবজির বাজার ঘুরে দেখা যায়, সিম ৩৫ থেকে ৪০ টাকায়, বেগুন ২৫ থেকে ৩০ টাকায়, টমেটো ৭০ থেকে ১০০ টাকায়, বেগুন ২৫ থেকে ৩০ টাকায়, পেঁয়াজের ডাটা ৪০ টাকায়, শশা ৩০ টাকায়, পেঁপে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাঁধাকপি ও ফুলকপির দামও ১০ টাকা কমেছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর ফুলকপি ২৫ টাকায়। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি হালি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকায়।
সবজির দাম স্বস্তি দিলেও নতুন করে বেড়েছে তেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারে ভোজ্যতেলের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। নিম্ন আয়ের মানুষের বেশি ব্যবহার করা মোড়কজাত পাম তেলের দাম ৮ টাকা বেড়ে প্রতি লিটার ১০৩ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেলের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। প্রতি কেজিতে চালের দামও ৩ টাকা বেড়েছে।
নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা আলফু মিয়া বলেন, ‘আমরা তো সামান্য ভাত আর আলু ভাজি খেয়েই দিন পার করি। এতদিন আলু বেশি দামে কিনলেও এখন তা নাগালের মধ্যে এসেছে। কিন্তু চালের দাম আবার বেড়ে গেছে। আমাদের বেঁচে থাকাই কঠিন।’
এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকায়। তবে ব্রয়লার মুরগির দাম ৫ টাকা বেড়ে কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে এক পণ্যের মূল্যে স্বস্তি মিললেও অন্যদিকে ভোগান্তি মিলে বলে জানান নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা শামসুল ইসলাম। তিনি বলেন, ‘বাজারে সবজি ও আলুর দাম কমায় অনেকটা স্বস্তি মিলছে। তবে একটা পণ্যের দাম কমলে অন্যটির দাম আবার বৃদ্ধি পায়। এখন যেমন তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই একদিকে স্বস্তি মিললেও অন্যদিকে ঠিকই মাথায় হাত পড়ছে।’
আরসি-০১