জগন্নাথপুর প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২০
০৯:৪৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’- এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তীর পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, তথ্য আপা লুফিয়া জান্নাত প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এএ/বিএন-০৫/আরআর-০৫