ধর্মপাশায় চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২০
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০৬:৫৪ অপরাহ্ন



ধর্মপাশায় চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ৬ জনকে মুক্তিযুদ্ধভিত্তিক বই ও সনদপত্র দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ।

 

এসএ/আরআর-০৮