ধর্মপাশায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ধর্মপাশা প্রতিনিধি


ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন



ধর্মপাশায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাল্যবিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দক্ষতা উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক এক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বেসরকারি সংস্থা ডিএসকে'র হিয়া প্রকল্পের ধর্মপাশা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন হিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা, প্রকল্প সহযোগী শাহজাহান কবীর, উর্মি আহমদ ও অনুকুল দাস।

 

এসএ/আরআর-০৪