বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাসের প্রয়াণ, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৪, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাসের প্রয়াণ, রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস (৮০) আর নেই। আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

রবিবার দুপুরে প্রয়াত বীর এই মুক্তিযোদ্ধাকে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের উপস্থিতিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর থানার এসআই আরিফ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এএ/আরআর-০৭