বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৪, ২০২০
১১:২২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। 

আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে পূর্ব বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন প্রমুখ।

 

এএইচ/বিএন-১০/আরআর-০৬