তাহিরপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২০
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন
মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে বিজয় মিছিল করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের একটি বিজয় মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাসেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভীপক, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলম জিলানী সুহেল, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম-আহ্বায়ক ইকরামুল হুদা, সদস্য লিটন, তথ্যপ্রযুক্তি লীগের আহ্বায়ক এমদাদ নূর, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর, দলীয় নেতা দ্বিজেন্দ্র লাল রায় প্রমুখ।
এএইচ/আরআর-০৬