ঢাকাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৫, ২০২০
১১:১৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
১১:১৬ অপরাহ্ন



ঢাকাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম


বেক্সিমকো ঢাকার ছোট পুঁজি তাড়ার কাজটা অনায়াসে সারলেন লিটন দাস-মোহাম্মদ মিঠুনরা। প্রথম সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। সাবধানী ব্যাটিংয়ে ১১৭ রান তাড়া করে দলটি জিতেছে ৫ বল হাতে রেখে। ওপেনার লিটন সর্বোচ্চ ৪০ রান করেন ৪৯ বলে। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৪ রান। আরেক ওপেনার সৌম্য সরকার করেন ২৩ বলে ২৭ রান।

আগামী শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে একই ভেন্যুতে আসরের ফাইনালে জেমকন খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। প্রাথমিক পর্ব পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছিল তারা। এরপর প্রথম কোয়ালিফায়ারে তারা আগের দিন খুলনার কাছে হেরেছিল ৪৭ রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় সুযোগ তারা হাতছাড়া করেনি।

সংক্ষিপ্ত স্কোর:

বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১১৬ (সাব্বির ১১, মুক্তার ৭, নাঈম ১২, মুশফিক ২৫, ইয়াসির ২৪, আল-আমিন ২৫, আকবর ২, রবিউল ৩*, নাসুম ০, রুবেল ২, শফিকুল ০; শরিফুল ২/১৭, রাকিবুল ১/২৬, নাহিদুল ১/১৫, মোস্তাফিজ ৩/৩২, মোসাদ্দেক ১/২২, সৌম্য ১/৩)

গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৯.১ ওভারে ১১৭/৩ (লিটন ৪০, সৌম্য ২৭, মিঠুন ৩৪, শামসুর ৯*, মোসাদ্দেক ২*; রুবেল ০/১৯, রবিউল ০/২৮, শফিকুল ০/১৯, নাসুম ০/১৭, মুক্তার ১/২৮, আল-আমিন ১/৪)
এএন/০৪