জগন্নাথপুরে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৭:৩১ অপরাহ্ন



জগন্নাথপুরে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ৯ জনসহ মোট ৫৮ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মেয়র পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ, সাবেক মেয়র আক্তার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল থান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মতিন লাকি, যুক্তরাজ্য প্রবাসী স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজল আলী শফিক ও বিঞ্চু রায়। এছাড়া কাউন্সিলর পদে ৪০ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি প্রবাসী অধ্যুষিত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

প্রসঙ্গত, ২০১৫ সালের সর্বশেষ পৌর নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী  আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি তিনি মারা গেলে তার মৃত্যুতে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নেন পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া, আবুল হোসেন ও রাজু আহমদ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়াদপূর্তিতে আবারও নির্বাচন ঘোষণা করা হয়।

 

এএ/বিএন-০৯/আরআর-০৩