জগন্নাথপুরের সংঘর্ষ : ১২ জনকে কারাগারে প্রেরণ

জগন্নাথপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
০৫:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৭:৩৫ অপরাহ্ন



জগন্নাথপুরের সংঘর্ষ : ১২ জনকে কারাগারে প্রেরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, টিপু মিয়া, মনু মিয়া, আফজাল হোসেন,. জাকার মিয়া, আবু মিয়া, আমিন হোসেন, সুয়েবুর রহমান, সানু মিয়া, সাকিল আহমদ ও আব্দুল গফুর।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনও থানায় এ বিষয়ে কোনো পক্ষ মামলা করেনি।

প্রসঙ্গত, নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা নজির হোসেনের গ্রামের বিভিন্ন বিষয়সহ আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গ্রামের এক ব্যক্তির চেহলামের অনুষ্ঠানে সিরাজ মিয়ার সঙ্গে নজির হোসেনের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে পরদিন বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে নজির হোসেনের পক্ষের লোকজনের হাতে লাঞ্ছিত হন সিরাজ মিয়া। এরপর সিরাজ মিয়ার পক্ষের লোকজন বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ ৮ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এএ/বিএন-১০/আরআর-০৪