বাদাঘাট সরকারি কলেজের নতুন ভবনের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২০
০৭:২০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৭:২০ অপরাহ্ন



বাদাঘাট সরকারি কলেজের নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে (১৮ ডিসেম্বর) ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (সুনামগঞ্জ-১) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

উদ্বোধন শেষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের মাঠে অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রতন বলেন, 'আমি সবসময় শ্রমিকের পক্ষে কথা বলি। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।'

এ সময় আরও বক্তব্য দেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন প্রমুখ।

 

এএইচ/আরআর-০৭